চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি এবং এটি একটি অন্যতম স্বাস্থ্যকর স্থান। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা কক্সবাজার সদর এর কালের স্বাক্ষী বহনকারী ঈদগাঁও নদীর উত্তর তীর বেয়ে "ইসলামাবাদ ইউনিয়ন"। কালের পরিক্রমায় আজ ইসলামাবাদ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধসহ ভিবিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
১) ইউনিয়নের নাম:
২) আয়তন -১৬.৮০ বর্গকিলোমিটার
৩) লোকসংখ্যা: ২৯১৯৫ জন,
পুরুষ: ১০৫২৮ জন, (অবিবাহিত ৫০.৬%, বিবাহিত: ৪৮.৬% বিপত্মিক: ০.৬%)
মহিলা: ১০৫১৪ জন, (অবিবাহিত ৩৪.১%, বিবাহিত: ৫৮.৯% বিপত্মিক: ৫.৭%) (২০১১ সালের আদম সুমারী অনুযায়ী)
৪) মোট গ্রাম সংখ্যা- ২৪টি
৫) মৌজার সংখ্যা- ০৩টি
৬) হাট বাজার সংখ্যা- ০১টি (ফকিরিয়া বাজার, পশ্চিম গজালিয়া, ওয়ার্ড নং-০৮)
৭) উপজেলা শহর হতে দূরত্ব: আনুমানিক ২৮ কি:মি:
৮) উপজলো শহর হতে যোগাযোগের মাধ্যম: মাইক্রোবাস, বাস, মিনিবাস
৯) স্বাক্ষরতার হার: ৪৬ শতাংশ
১০) প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: মোট ০০টি
সরকারী:
রেজিষ্টার্ড:
বালিকা উচ্চ বিদ্যালয়: ০১টি
দাখিল মাদ্রাসা: ০২টি, (একটি বালিকা)
নিন্ম মাধ্যমিক বিদ্যালয়: ০৩টি
নিন্ম মাধ্যমিক মাদ্রাসা: ০১টি
১১) ঐতিহাসিক পর্যটন স্থান: নাই
১২) দায়িত্বরত চেয়ারম্যান এর নাম: জনাব নুরুল হক
১৩) গুরুত্বপূর্ন ধর্মীয় উৎসব: ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ৩দিন ব্যাপি সীরত মাহফিল, যেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
১৪) ইউপি ভবন নির্মানকাল:
১৫) নবগঠিত পরিষদের বিবরণ:
ক) শপৎ গ্রহনের তারিখ :
খ) প্রথম সভার তারিখ :
গ) মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ:
১৬) ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহের নাম:
১নং ওয়ার্ড- টেকপাড়া, পশ্চিম টেকপাড়া
২নং ওয়ার্ড- দক্ষিণ পাহাশিয়াখালী, উত্তর পাহাশিয়াখালী, সিকদারপাড়া, উত্তর লরাবাক
৩নং ওয়ার্ড - হিন্দুপাড়া, উত্তর লরাবাক, পূর্ব সিকদারপাড়া
৪ নং ওয়ার্ড- দক্ষিন সাতজুলাকাটা, উত্তর সাতজুলাকাটা, পশ্চিম বোয়ালখালী
৫নং ওয়ার্ড - পশ্চিম বোয়ালখালী, পূর্ব বোয়ালখালী
৬নং ওয়ার্ড - পশ্চিম ইউছুপেরখীল, পূর্ব ইউছুপেরখীল, পূর্ব বোয়ালখালী
৭নং ওয়ার্ড - খোদাইবাড়ী, বেড়াপাড়া, হরিপুর
৮নং ওয়ার্ড- আউলিয়াবাদ, পশ্চিম গজালিয়া, ওয়াহেদরপাড়া
৯নং ওয়ার্ড - মধ্যম গজালিয়া, পূর্ব গজালিয়া
১৭) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS