উদ্বোধন পরবর্তী সমগ্র বাংলাদেশে যে কয়েকটি ইউডিসি সেবার মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছে তার মধ্যে ইসলামাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রটি অন্যতম। গ্রামে ইন্টারনেট সেবার দেওয়ার মাধ্যমে শুরু করে আজ একটি আধুনিক উন্নত সেবা কেন্দ্র হিসাবে নিজ স্বকীয়তায় উজ্জ্বল।
ইসলামাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার নিন্ম লিখিত সেবা গুলো পাওয়া যাচ্ছেঃ
1) অনলাইন জন্ম নিবন্ধন ও সনদ প্রদান
2) অনলাইন মৃত্যু নিবন্ধন ও সনদ প্রদান
3) মোবাইল ব্যাংকিং
4) পল্লী বিদ্যূৎ বিল গ্রহন করা
5) টেলি মেডিসিন সার্বিস
7) কৃষি তথ্য ও পরামর্শ
8) বিভিন্ন দেশের ভিসা চেক
9) ভিড্ওি কনফারেন্সিং
10) বিদেশ যাওয়া কর্মীদের পরামর্শ প্রদান
11) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আধুনিক ল্যাবে
ক) কম্পিউটার অফিস অ্যাপলিকেশন
খ) ডাটাবেইজ প্রোগ্রামিং
গ) গ্রাফিকস ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম
12) ইন্টারনেট ব্রাউজিং
13) কম্পিউটার কম্পোজ
14) ডিজিটাল ফটো ষ্টোডিও
15) অনলাইনে জমির খতিয়ান উত্থোলন
16) বিভিন্ন আইনী সহায়তা
উল্লেখিত সেবা সমূহ বর্তমান প্রচলিত বাজার মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়া হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস